ঝড়
জীবনে হুট করেই একটা ঝড় আসে। মুহুর্তেই সমস্ত সাজানো আনন্দকে ভেঙেচুরে একাকার করে দেয়। সে ঝড়ের ধাক্কায় হঠাৎ করেই আমরা কেমন যেনো বদলে যাই।
অনেক কথা বলার থাকলেও আগ্রহ কমে যায়। কাছের মানুষের সংখ্যা কমতে কমতে হাতে গোনা দু’চারজন এসে থামে, কখনো বা একেবারেই কেউ থাকে না। বুকের ভেতরের সমুদ্রটা শুকিয়ে যায় অনাদরে। আত্মচিৎকারের সেখানে হাহাকার জমে শ্যাওলা পড়েছে।
চোখের সৌন্দর্য যেন কোথায় হারিয়ে গেছে। ডার্ক সারকালের গন্ডিতে যেন বদ্ধ জীবন। সাদা কালোই বেশ লাগে আমার, জীবন থেকে রং মুখ ফিরিয়ে নিয়েছে কবে… মুগ্ধ হই না আর আগের মতোন কিছুতেই। দায়িত্ব-কর্তব্যের জালে জড়িয়ে পড়ে জীবনকে মানিয়ে নিতে হয়েছে নিজেরই অজান্তে।

পুরনো ডায়েরিটায় ধুলো জমে,বইতে চোখ পড়তে চোখগুলো আর নস্টালজিক হয় না। কবিতা, উপন্যাস কিংবা মগজখাটানো গোয়েন্দা কাহিনী আগের মতোন আর হুমড়ি খেয়ে পড়া হয় না। গানের সুর মনে পড়লেও হাঁপিয়ে উঠি। সোঁদা গন্ধে দমবন্ধকর পরিস্থিতি।
ইচ্ছে করেই যেন সব ভুলতে চাই। নিজের পছন্দ, ভালোলাগা,ভালোবাসা যেন দুঃস্বপ্ন। মনের কথা মনেই থেকে যায়। স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই পাই না।
হাতের রেখা হাতড়ে যাই সুখের আশায়। কিন্তু সেই সুখের কবে, কোথায়, কীভাবে অপমৃত্যু হয়েছে কে জানে! তাই হয়তো সহস্রবার খুঁজেও তাকে আর পাওয়া হয় না।

তবুও একা লাগে না কিছুতেই। বরং, ভালোই লাগে এসব অনাদরের হাহাকার, গভীর রাতের ফুঁপিয়ে উঠা, সকালের বিষণ্ণতা, দুপুরের অবহেলা আর বিকেলের মন খারাপ। ভালো লাগেনা আর… শুধু বেঁচে আছিটুকু নিয়ে দিন অতিবাহিত করে সময় স্রোতে ভেসে চলা।
ঈপ্সিতা বসু
Boundless Ocean of Politics has received this piece from Ipsita Basu.

Ms Basu is a Kolkata-based crime reporter. She graduated in Mass Communication before pursuing a Master’s Degree in Social Work.
Boundless Ocean of Politics on Facebook
Boundless Ocean of Politics on Twitter
Boundless Ocean of Politics on Linkedin
Contact: kousdas@gmail.com
