একাকিত্ব…
নীরবে হাঁটতে শিখছি। প্রত্যাশার বোঝা নামিয়ে, দীর্ঘশ্বাস নিয়ে বালিশে মাথা রাখি রোজ।
কথা জমতে জমতে এক একদিন ভীষণ হাসফাঁস লাগে। মনে হয়, চারপাশে কত মানুষ, কিন্তু কেউ কি আছে যে আমার কথা শুনতে চায়?
যদি, দু’চোখে অন্ধ ভরসা নিয়ে কারো কাছে কথাগুলো উজাড় করে দিই… তারপর টের পাই, সে আমার বলা শব্দগুলোই শুনেছে কেবল, আমার কথা শোনে নি।

মনের কথা বলতে পারাটাও সহজ নয়। মনকে বোঝাটাও বড্ড যে কঠিন। শব্দের ভেতর প্রাণ থাকে না, কথার ভেতর আকুতি থাকে, গভীর ভাবনায় জড়ানো স্মৃতির চাদরে আটকা পড়ে সময়।
যে হাত ছাড়িয়ে গেল, সে হাতে ছিল প্রতিশ্রুতির আশ্রয়।
কষ্টের হিসেব মেলাতে শিখছি রোজ একটু একটু করে।
চোখের জল সস্তা আজ, সমুদ্রের চেয়েও যে নোনা। গলা শুকিয়ে আটকে যায়,কথারা জমাট বাঁধে সব চায় মুক্ত হতে। ওরা জানেনা সকলের কথায় সমুদ্রের গর্জন উপচে আঘাত আনে পাড়ে।
এ শহরে প্রতিদিন কেউ না কেউ চিরতরে হারিয়ে যায়। ভরসা করবো কাকে? কারোর কথা কি কেউ মনে রাখে?

কোথাও লেখা থাকে না বুকের ভেতর পর্বতসম না-বলা গল্পের ভার সইতে না পেরে অসময়ের বৃষ্টির মতন সে চলে গেছে, ঝরে গেছে, বিলীন হয়ে গেছে।
ঈপ্সিতা বসু
Boundless Ocean of Politics has received this piece from Ipsita Basu.

Ms Basu is a Kolkata-based crime reporter. She graduated in Mass Communication before pursuing a Master’s Degree in Social Work.
Boundless Ocean of Politics on Facebook
Boundless Ocean of Politics on Twitter
Boundless Ocean of Politics on Linkedin
Contact: kousdas@gmail.com
